অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে বিএনপি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে। সদস্য সচিব করা হয়েছে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- শামসুজ্জামান- (সহ-সাংগঠনিক সম্পাদক) রংপুর বিভাগ, জাহাঙ্গীর আলম (সহ-সাংগঠনিক সম্পাদক) রংপুর বিভাগ, আব্দুল খালেক (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি)-ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভূক্ত রংপুর বিভাগের সকল নেতৃবৃন্দ, বিভাগস্থ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ কমিটির সদস্য থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে কাওসার জামান বাবলা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















