অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রোববার তালেবান জঙ্গিরা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের কোহিস্তানাত জেলার সদরদপ্তর দখল করে নিয়েছে। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল তোলো জানিয়েছে, আজ সকালে কোহিস্তানাত জেলার সদরদপ্তর তালেবান যোদ্ধাদের হাতে দখল হয়েছে।’খবর সিনহুয়া’র।
গোলযোগপূর্ণ ফারইয়াব প্রদেশে সরকারি সৈন্যরা ১৩টি জেলার মধ্যে ৮টি জেলার শান্তি বজায় রাখার কাজে তালেবান জঙ্গিদের সঙ্গে লড়ে যাচ্ছে। শুক্রবার সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটি বাদাখশান প্রদেশের তাগাব জেলায় ৩৫ স্থানীয় পুলিশ সদস্যকে হত্যা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 























