অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের ছত্তিশগড়ে পুলিশ ফাঁড়িতে সহকর্মীর গুলিতে নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার দেশটির সেন্টাল রিজার্ভ পুলিশ ফোর্স – সিআরপিএফ’র একটি ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে হঠাৎই সহকর্মীদের লক্ষ্য করে একে- ফর্টি সেভেন রাইফেল দিয়ে গুলি চালায় এক সিআরপিএফ সদস্য। এতে ঘটনাস্থলেই পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এক কনস্টেবল মারা যান। হামলাকারী পুলিশ সদস্যের নাম শান্ত রাম বলে জানা গেছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আকাশ নিউজ ডেস্ক 
























