অাকাশ জাতীয় ডেস্ক:
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্প একাডেমী চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি ইসমত কাদির গামা,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমীনুল ইসলাম, মুক্তিযোদ্দা বদরুদ্দোজা বদর, আবুল কালাম মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন। এসব কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা অংশ নেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিন (৭ ডিসেম্বর) গোপালগঞ্জ মুক্ত হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























