ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার রাজশাহীকে পিছিয়ে দিচ্ছে: মিনু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বাজেট প্রণয়নের সময় ধারাবাহিকভাবে রাজশাহী অঞ্চলকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে সরকার রাজশাহীকে পিছিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে তিনি এ কথা বলেন।

মিনু বলেন, সরকারের নজর শুধু ঢাকা-চট্টগ্রাম-গোপালগঞ্জে। বাজেটে এসব এলাকাকে গুরুত্ব দেয়া হচ্ছে। আর বৈষম্য করা হচ্ছে রাজশাহী অঞ্চলের প্রতি। কিন্তু বৈষম্য থেকেই বিভেদ তৈরি হয়। আর বিভেদ থেকে সৃষ্টি হয় আন্দোলন। রাজশাহী অঞ্চলের মানুষ এখন ক্ষোভে ফুঁসছেন। আন্দোলনের জন্য রাস্তায় নামতেও তারা প্রস্তুত।

তিনি দাবি করেন, প্রশাসনের ৮০ ভাগ কর্মকর্তা এখন সরকারের পক্ষে নন। বিএনপির মতো তারাও সরকারের পতন চান। পদোন্নতিতে দলীয়করণ এবং স্বজনপ্রীতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিএনপি সরকারের আমলে কর্মকর্তাদের পদোন্নতিতে দুই ভাগ অন্যায় হলে আওয়ামী লীগ ৯৮ ভাগ অন্যায় করছে বলেও মন্তব্য মিনুর।

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে দলের এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। দেশে রাতারাতি ইউরোপের দেশগুলোর মতো গণতন্ত্রের চর্চা আসবে না। তাই বিএনপি একদিকে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার।

প্রায় ঘণ্টাব্যাপী ওই মতবিনিময়কালে মিজানুর রহমান মিনু দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় রাজনীতিসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। তুলে ধরেন দীর্ঘ ৪৪ বছরের রাজনৈতিক জীবনে নিজের অবদানের কথাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার রাজশাহীকে পিছিয়ে দিচ্ছে: মিনু

আপডেট সময় ১১:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বাজেট প্রণয়নের সময় ধারাবাহিকভাবে রাজশাহী অঞ্চলকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে সরকার রাজশাহীকে পিছিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে তিনি এ কথা বলেন।

মিনু বলেন, সরকারের নজর শুধু ঢাকা-চট্টগ্রাম-গোপালগঞ্জে। বাজেটে এসব এলাকাকে গুরুত্ব দেয়া হচ্ছে। আর বৈষম্য করা হচ্ছে রাজশাহী অঞ্চলের প্রতি। কিন্তু বৈষম্য থেকেই বিভেদ তৈরি হয়। আর বিভেদ থেকে সৃষ্টি হয় আন্দোলন। রাজশাহী অঞ্চলের মানুষ এখন ক্ষোভে ফুঁসছেন। আন্দোলনের জন্য রাস্তায় নামতেও তারা প্রস্তুত।

তিনি দাবি করেন, প্রশাসনের ৮০ ভাগ কর্মকর্তা এখন সরকারের পক্ষে নন। বিএনপির মতো তারাও সরকারের পতন চান। পদোন্নতিতে দলীয়করণ এবং স্বজনপ্রীতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিএনপি সরকারের আমলে কর্মকর্তাদের পদোন্নতিতে দুই ভাগ অন্যায় হলে আওয়ামী লীগ ৯৮ ভাগ অন্যায় করছে বলেও মন্তব্য মিনুর।

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে দলের এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। দেশে রাতারাতি ইউরোপের দেশগুলোর মতো গণতন্ত্রের চর্চা আসবে না। তাই বিএনপি একদিকে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার।

প্রায় ঘণ্টাব্যাপী ওই মতবিনিময়কালে মিজানুর রহমান মিনু দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় রাজনীতিসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। তুলে ধরেন দীর্ঘ ৪৪ বছরের রাজনৈতিক জীবনে নিজের অবদানের কথাও।