অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বান্দিপোরা জেলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্যের ঝগড়ার জের শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে গড়িয়েছে। হাতাহাতির এক পর্যায়ে বিএসএফ সহকর্মী ফাঁড়ির হেড কনস্টেবল চন্দ্রভনকে গুলি করে হত্যা করে।
সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে। জেলা পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। ভ্রাতৃঘাতী হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ এবং এরইমধ্যে হত্যাকারীকে আটক করা হয়েছে।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা জওয়ানদের মধ্যে আত্মহত্যা ও ভ্রাতৃঘাতী হত্যার ঘটনা কোনো অস্বাভাবিক কিছু নয়। গত জুলাই মাসে সেনাবাহিনীর এক সিপাহী উরি সেক্টরের এক মেজরকে পাঁচটি গুলি করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা।
এছাড়া কাশ্মিরে মোতায়েন সেনাদের মধ্যে প্রায়ই আত্মহত্যার ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীতে বছরে একশরও বেশি আত্মহত্যার ঘটনা ঘটে থাকে।
আকাশ নিউজ ডেস্ক 
























