আকাশ স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামে বিপিএলের ৩০তম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের পাঠিয়েছে রাজশাহী কিংস। আর ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩.৩ ওভারে ২৮ রান সংগ্রহ করে খুলনা।
তবে পরের বলেই প্রোটিয়া ক্রিকেটার রিলি রুশোকে সাজঘরে পাঠান কাটার মাস্টার মুস্তাফিজ।
কিন্তু এরপরেই ব্যাটিংয়ে ঝড় তুললেন তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে দুর্ভাগ্য নাজমুলের মাত্র ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হলেন এ ক্রিকেটার। আউট হওয়ার আগে ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কার মারে ৪৯ রান করেন এ ক্রিকেটার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ২ উইকেটে ৭৩ রান সংগ্রহ করেছে খুলনা। ১২ রানে অপরাজিত আছেন আফিফ হোসেন।
আকাশ নিউজ ডেস্ক 

























