আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের চট্টগ্রাম পর্বের খেলা চলছে। সব মিলিয়ে এ পর্যন্ত ২৯ টি ম্যাচ খেলা হয়েছে।
আর রান সংগ্রহে দাপট দেখিয়ে চলেছেন বিদেশি ক্রিকেটাররা। শীর্ষ দশজনের মধ্যে বর্তমানে ৬ জনই বিদেশি। আর চার জন দেশি ক্রিকেটার।
রান সংগ্রাহকের দিক দিয়ে ৮ ম্যাচে ৩১৮ রান করে সবার উপরে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার এভিন লুইস। ২৮৯ রানে দ্বিতীয় স্থানে আছেন রবি বোপারা। তৃতীয় স্থানে কিউই ক্রিকেটার লুক রঞ্চি। তার সংগ্রহ ২৬৫। ২৪৮ রান নিয়ে চতুর্থ স্থানে দেশি ক্রিকেটার খুলনার মাহমুদউল্লাহ। পঞ্চম স্থানে আন্দ্রে ফ্লেচার (২৩৪)।
আর ছয়ে সিকান্দার রাজা (২১৮), সাতে মিথুন আলী (২১২), আটে উপুল থারাঙ্গা (২০৭), নয়ে ইমরুল কায়েস (২০১) এবং দশম স্থানে মুমিনুল হক (১৮৪)।
আকাশ নিউজ ডেস্ক 

























