অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবকলীগ নেতা মান্নান হত্যার সংবাদ ও মামলায় জড়িতদের অপকর্ম প্রকাশ করায় স্থানীয় পত্রিকার এক সম্পাদক শাওন আমিন ও তার ছেলে ঝড়কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে কয়েক ব্যক্তি। ১১ এ জুলাই জেলা শহরের মুন্সিরহাট নামক এলাকায় সেচ্ছাসেবক লীগ নেতা মান্নানকে কুপিয়ে হত্যা করে যুবলীগনেতা সজীব দত্ত ও শান্তসহ কয়েকজন। পরে মান্নানের ভাই আবু আলী যুবলীগ নেতা সজীব দত্ত ও শান্তসহ অজ্ঞাত ৩/৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এসব খবর সম্পাদক শাওন আমিন তার ফেইসবুকের ওয়ালে নিয়মিত ফলোআপ দেয়। ফলোআপ তুলে না ধরতে নরঢ়ঁ রংষধস, জবযধহ জধযধসধহ জরশ, ঘবধিং ঘরষড়ু, নামে আইডি থেকে হুমকি দেয়া হয়। সম্পাদক শাওন আমিনকে হুমকি দিয়ে তা বন্ধ করতে ব্যর্থ হলে তার ছেলে ঝড় কে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনা সাংবাদিক মহলে জানাজানি হলে সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে আইডি খুতিয়ে দেখে প্রশাসনকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান সাংবাদিক নেতারা। এসব আইডি ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারা ভেসে আসেননি বলে মন্তব্য করেন।
এ বিষয়ে স্থানীয় পত্রিকার সাবেক সম্পাদক শাওন আমিন বলেন, আমি এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ করবো তার প্রস্তুতি চলছে। আর সদর থানার ওসি মশিউর রহমান বলেন, আমরা ফেইসবুকের আইডিগুলো পর্যবেক্ষণে রেখেছি যেকোনো সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
মহসিন হোসেন মিতুল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 



















