অাকাশ জাতীয় ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চ ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ব্যানারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে কালীগঞ্জ-জীববননগর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদশণ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। প্রায় আধাঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখে। শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান অভিযোগ করেন, তার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার বিকাল ৪ টার দিকে কোটচাদপুরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করে। র্যালীটি মেইন বাসষ্ট্যান্ড পার হতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বাধ্য হয়ে তারা সেখানে বিক্ষোভ করেন। তিনি বলেন, কি কারনে পুলিশ তাদের শান্তিপুর্ণ আনন্দ র্যালিতে বাধা দিয়েছে তার জবাব দিতে হবে। আব্দুল মান্নান বলেন আমি ক্ষমতাসীন দলের উপজেলা সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সৈনিক। আমার র্যালীতে পুলিশ বাধা দিয়েছে । পুলিশি বাধা গণতন্ত্রের জন্য চরম বাধা।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী রিপন জানান, পুলিশ পরিকল্পিত ভাবে তাদের আনন্দ র্যালিতে বাধা দিয়েছে। এর প্রতিবাদে তারা কোটচাদপুর সড়কের উপর বিক্ষোভ প্রদর্শন করে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই নিরব হোসনে জানান, আমাদের কাছে তথ্য ছিল সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বে র্যালিটি বাজারের মধ্যে গেলে দুর্বৃত্তদের হামলার স্বীকার হতে পারে। আইন শৃংখলা অবনতি হতে পারে এমন আশংকায় তারা মেইন বাসষ্ট্যান্ড থেকে আনন্দ র্যালিটি ফিরিয়ে কোট্চাদপুর রোডে গিয়ে করতে বাধ্য করি।
আকাশ নিউজ ডেস্ক 

























