অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধান বিচারপতি হিসেবে শপথ না নিলেও দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার সকালে বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের বিচারকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ বিষয়টি জানান তিনি। শূন্য হওয়া প্রধান বিচারপতির পদ খুব শিগগির পূরণ করা হবে বলে জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, ‘অস্থায়ীভাবে তিনি (দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি) প্রধান বিচারপতির দায়িত্বগুলো পালন করতে পারবেন। তিনি শুধু প্রশাসনিক কাজ করতে পারবেন কিন্তু সাংবিধানিক কাজ করতে পারবেননা আবার বিচারিক কাজ করতে পারবেন এ সমস্ত কিছু বলে দেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার এখতিয়ার শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি নিশ্চয় এ গুরুত্বপূর্ণ পদটি বেশি দিন খালি রাখবেন না।
আকাশ নিউজ ডেস্ক 





















