ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

আ.লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না তা বর্হি বিশ্বের জানা: আমীর খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

বুধবার লন্ডনের ব্রিক লেনে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দলটি দেশে গণতন্ত্র বিশ্বাস করেন না, বিদেশেও প্রমাণ করল গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, আলোচনায় বিশ্বাস করে না, সমঝোতায় বিশ্বাস করে না, যুক্তিতে বিশ্বাস করে না।’

মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আয়োজিত বাংলাদেশ বিষয়ক সেমিনারে আওয়ামী লীগের অংশ না নেয়ার প্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, সেমিনারে অংশ না নিয়ে আওয়ামী লীগ আয়োজকদের অপমানিত করেছে, এর মাধ্যমে গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধাহীনতাই ফুটে উঠেছে।

ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডসে লর্ড কার্লাইলের আয়োজনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবধিকার এবং সংখ্যালঘুদের অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিনের উপস্থিতির কারণে আওয়ামী লীগ তা বর্জন করে।সেমিনারে বিএনপির পক্ষ থেকে অংশ নেন কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুমিন ফারহান এবং যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালিক।

তারা বাংলাদেশে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ করে বলেন, বিরোধীদের দমনে সরকার গুম-খুনকে হাতিয়ার হিসেবে নিয়েছে। সেই সঙ্গে নির্বাচন ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছে।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘উনারা কেন আসলেন না সেটার সদুত্তর উনারাই দিতে পারবেন। যে কারণগুলো দেখিয়েছেন, অবশ্যই এ কারণগুলোর কোনো যৌক্তিকতা এখানে নেই।’

এক প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা জানান, বর্তমানে যুক্তরাজ্য সফরে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তারেকের সব বিষয়ে কথা হবে। সবকিছু নিয়ে তারা আলোচনা করবেন।

অন্যদিকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, জামায়াত কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলে আওয়ামী লীগের তাতে যোগ না দেয়ার রীতি রয়েছে। দেশে-বিদেশে সব জায়গাতেই একই নীতিতে চলে আওয়ামী লীগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না তা বর্হি বিশ্বের জানা: আমীর খসরু

আপডেট সময় ১২:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বুধবার লন্ডনের ব্রিক লেনে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দলটি দেশে গণতন্ত্র বিশ্বাস করেন না, বিদেশেও প্রমাণ করল গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, আলোচনায় বিশ্বাস করে না, সমঝোতায় বিশ্বাস করে না, যুক্তিতে বিশ্বাস করে না।’

মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আয়োজিত বাংলাদেশ বিষয়ক সেমিনারে আওয়ামী লীগের অংশ না নেয়ার প্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, সেমিনারে অংশ না নিয়ে আওয়ামী লীগ আয়োজকদের অপমানিত করেছে, এর মাধ্যমে গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধাহীনতাই ফুটে উঠেছে।

ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডসে লর্ড কার্লাইলের আয়োজনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবধিকার এবং সংখ্যালঘুদের অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিনের উপস্থিতির কারণে আওয়ামী লীগ তা বর্জন করে।সেমিনারে বিএনপির পক্ষ থেকে অংশ নেন কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুমিন ফারহান এবং যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালিক।

তারা বাংলাদেশে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ করে বলেন, বিরোধীদের দমনে সরকার গুম-খুনকে হাতিয়ার হিসেবে নিয়েছে। সেই সঙ্গে নির্বাচন ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছে।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘উনারা কেন আসলেন না সেটার সদুত্তর উনারাই দিতে পারবেন। যে কারণগুলো দেখিয়েছেন, অবশ্যই এ কারণগুলোর কোনো যৌক্তিকতা এখানে নেই।’

এক প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা জানান, বর্তমানে যুক্তরাজ্য সফরে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তারেকের সব বিষয়ে কথা হবে। সবকিছু নিয়ে তারা আলোচনা করবেন।

অন্যদিকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, জামায়াত কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলে আওয়ামী লীগের তাতে যোগ না দেয়ার রীতি রয়েছে। দেশে-বিদেশে সব জায়গাতেই একই নীতিতে চলে আওয়ামী লীগ।