অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক এটা সরকার আন্তরিকভাবে কামনা করে। ফাঁকা মাঠে গোল দিতে আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা-মূলক নির্বাচন চায়।
বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা আদালতে বিচারাধীন, এখনও রায় হয়নি, বিএনপি নেতারা কিভাবে বুঝলেন যে, বেগম জিয়ার কারাদণ্ড হচ্ছে। কারাদণ্ড হলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না। কেন বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ে বিভ্রন্তি সৃষ্টি করছেন। মামলাটি নিম্ন আদালতে রয়েছে। কারাদণ্ড হলেও সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে।
তিনি সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর মহিপাল সিক্সলেন ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন।
ফ্লাইওভার পরিদর্শন শেষে তিনি জানান, ১৮১ কোটি টাকা ব্যয়ে এই ফ্লাইওভারটি বিজয়ের মাস ১৬ ডিসেম্বর আগেই নির্মাণ কাজ শেষ হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহের কোন একদিন প্রধানমন্ত্রী সময় দিলে তা উদ্ভোধন হবে। নির্ধারিত সময়ের ৬মাস আগে সেনাবাহিনী এই কাজটি শেষ করতে যাচ্ছে বলে মন্ত্রী জানান।
এসময় উপস্থিত ছিলেন ৩৪ ইসিবি ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল মজিদ, ফেনী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ফেনী পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 




















