অাকাশ জাতীয় ডেস্ক:
সংবিধান সংশোধন করে বিএনপির দাবি মেনে নেয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় অস্তিত্ব রক্ষার জন্যই বিএনপি স্বেচ্ছায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘যে যত সমালোচনায় করুক না কেনো, নির্বাচনকে কমিশনকে যতই প্রশ্ন বিদ্ধ করুক না কেনো। নির্বাচন কমিশন সবার প্রত্যাশিত একটি নির্বাচন উপহার দেবেন এটায় আমাদের আশা।’
তিনি আরো বলেন, ‘বিএনপি যদি তাদের মুসলিম লিগে পরিণত করতে না চায়, তাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করতে না চাই তাহলে অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।’
বিএনপির উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বলবো বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকুন এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’
আকাশ নিউজ ডেস্ক 




















