আকাশ স্পোর্টস ডেস্ক:
উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের জোড়া গোলে লা লিগায় জয়ের ধারায় রয়েছে বার্সেলোনা। শনিবার রাতে লেগানেসের মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে দলটি। সেই সুবাদে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সংহত হয়েছে কাতালান এই ক্লাবের। দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার চেয়ে সাত ও তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট ব্যবধান তৈরি হয়েছে। যদিও ভ্যালেন্সিয়া এক ম্যাচ কম খেলেছে।

খেলার ২৮ মিনিটে প্রথম গোলের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজ। এ সময় ডান দিক থেকে পাকো আলকাসেরের ক্রস ঠিকমতো ঠেকাতে পারননি গোলরক্ষক ইভান কুয়েইয়ার। সেই সুযোগে বল পেয়ে কাছ থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান সুয়ারেস। এর মাধ্যমে বার্সেলোনায় সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪৭৯ মিনিট পর গোলের দেখা পান তিনি।
খেলার ঠিক এক ঘণ্টার মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজই। এ সময় প্রতিপক্ষের ভুলেই ফের গোলের সুযোগ পান ৩০ বছর বয়স সাবেক এই লিভারপুল তারকা। সেই আলকাসেরের শট কুয়েলার ফিরিয়ে দিলে তা আবারও পেয়ে যান সুয়ারেজ। সেই সুযোগে ব্যবধানি দ্বিগুণ করে হ্যাটট্রিকের আশা জাগান তিনি।

সুয়ারেজের হ্যাটট্রিক পূর্ণ না হলেও বার্সা আরেক গোল করেছে। একেবারে শেষ মিনিটে এই গোলটি করেন পলিনহো। ডি-বক্সে জটলার মধ্যে থেকে মেসির বাড়ানো বল টোকা দিয়ে জালে পাঠান ব্রাজিলের এই মিডফিল্ডার। তাই পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় আর্নেস্তু ভালভার্দের শিষ্যরা।
আকাশ নিউজ ডেস্ক 

























