অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে হত্যার হুমকি দেয়ায় আরেক বাংলাদেশিকে ৭ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার কুয়ালালামপুরের আমপাং এর আদালত এ আদেশ দেন।
কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদ জাকির হোসেন নামে অভিযুক্ত বাংলাদেশি তার দোষ স্বীকার করলে তাদের এ শাস্তি দেয়া হয়। ম্যাজিস্ট্রেট হাসলিন্দা আব্দুর রউফ তার সাজার বিষয়টি জানান। মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশি নির্মাণ শ্রমিক মোহাম্মদ মুকুল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার হুমকি দেয়ার জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২৭ জুন আমপাং এর পারমাই পুতেরি কোর্টে দণ্ডবিধির ৫০৬ ধারা মোতাবেক তাকে অভিযুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার এ রায় ঘোষণা করা হলো।
আকাশ নিউজ ডেস্ক 

























