আকাশ স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আবার মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লিগ। এ দিন মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত পৌনে দুইটায়।
অ্যাথলেটিকোর নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো উৎসবের আমেজ। চলতি মৌসুমে নিজেদের মাঠ হেসেবে ব্যবহার করা এ মাঠেই প্রথম ডার্বি ম্যাচ। তাই জয় দিয়ে অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখতে চায় অ্যাতলেটিকো।
চলতি মৌসুমটা খুব একটা ভাল যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। লিগে ১১ ম্যাচ শেষে ৭ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লস ব্লাঙ্কোস। জিরোনা ও রিয়াল বেতিসের মত দলের কাছে হেরে বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছে জিদানের দলকে। গোল পাচ্ছেন না দলের সেরা তারকা রোনালদো।
এ ম্যাচের আগে রিয়ালের জন্য সুখবর হল আন্তর্জাতিক ম্যাচে ইনজুরিতে পড়া ড্যানি কারবাহাল ফিরছেন এ ম্যাচে। অনুশীলনে যোগ দিয়েছেন ইস্কো ও কোভাচিচ। এছাড়াও ফিরছেন বেনজেমা।
প্রতিপক্ষ অ্যাথলেটিকোও যাচ্ছে নানা সমস্যা মধ্যে দিয়ে। ফুটবলার কেনাবেচায় নিষেধাজ্ঞায় দলে আসছে না নতুন মুখ। পুরোনোদের অফ ফর্মেও তাই তাদের ওপর বাড়ছে নির্ভরতা। আঁতোয়া গ্রিজম্যানের জ্বলে উঠতে না পারায় চিন্তায় আছেন সিমিওনে। এছাড়াও লিগে ১১ ম্যাচে মাত্র ৬টিতে জয় পেয়েছে রোজি ব্লাঙ্কোস। ৫ ড্র’য়ে তিক্ত সিমিওনে তাই এ ম্যাচ দিয়েই আবারো ফিরতে চান জয়ের ছন্দে। ইনজুরি আছে কোকে ও ফিলিপে লুইজের।
১৯২৮ সালে শুরু হয়ে এখনও একটুও রং হারায়নি রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যেকার এই রোমাঞ্চকর দ্বৈরথ। এল ক্লাসিকোর মত এতটা জনপ্রিয় না হলেও দুই জায়ান্টের এ লড়াই সমর্থকদের হৃদয়ে তৈরি করে নিয়েছে আলাদা স্থান।
দু’দলের শেষ ডার্বি ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। প্রথম লেগে রিয়াল জিতলেও, ফিরতি লেগে জয়ের হাসি হেসেছিল অ্যাথলেটিকো। দুই লেগ মিলিয়ে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় পায় রিয়ালই। তবে এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতায় মোট ২১৭ টি মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে রিয়াল জিতেছে ১০৯ টি তে। অ্যাথলেটিকোর জয় আছে ৫৫ টি। ড্র হয়েছে ৫৩ টি ম্যাচ।
আকাশ নিউজ ডেস্ক 

























