আকাশ স্পোর্টস ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে আফগানিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় আফগানরা।
কুয়ালালামপুরে নেপালের মুখোমুখি হয় আফগানরা। প্রথমে ব্যাট করে ১০৩ রানেই সবকটি উইকেট হারায় নেপাল। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ২০.১ ওভারেই জয় তুলে নেয় আফগানিস্তান।
নেপালের হয়ে এদিন সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন অনিল শাহ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে (১৪)। দলের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
আফগানিস্তানের পক্ষে মুজিব ১০ ওভারে ২৮ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার রহমান গুলের ৭১ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
আকাশ নিউজ ডেস্ক 

























