আকাশ স্পোর্টস ডেস্ক:
আগামী জুনেই পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফার ২১তম বিশ্বকাপ আসরের। আগামী বছর ১৪ জুন পর্দা উঠে চলবে ১৫ জুলাই পর্যন্ত। আর এ আসরের ৩২টি দল ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।
আগামী ১ই ডিসেম্বর রাশিয়ার মস্কোতে ২০১৮ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। তবে এই ৩২টি দলকে ইতোমধ্যেই চারটি পটে ভাগ করা হয়েছে। পট১, পট২, পট৩ এবং পট৪।
পট১ এ রয়েছে স্বাগতিক রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স।
পট২ এ রয়েছে স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে এবং ক্রোয়েশিয়া।
পট৩ এ রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন, তিউনিসিয়া, মিশর, সেনেগাল এবং ইরান।
পট৪ এ রয়েছে সার্বিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব।
আকাশ নিউজ ডেস্ক 

























