অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
হুমায়ুন আহমেদ বিরাট পাঠককুল তৈরি করেছেন, বাংলাদেশের মানুষের বই পড়ার অভ্যাস তৈরি করিয়ে দিয়েছেন। বুধবার মোহরকুঞ্জে সপ্তম বাংলাদেশ বইমেলার উদ্বোধন করে একথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিন বলেন, বই মনের মেলবন্ধন ঘটায়। এই বইমেলার মাধ্যমে বাংলাদেশের সাহিত্য চর্চা নিয়ে কলকাতার মানুষের আগ্রহ বাড়াবে। বাংলাদেশের বইয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের পরিচিতি ঘটবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য বেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ সচিব ও কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, কলকাতা পাবলিসার্স ও বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকারও।
এবারের এই বইমেলা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। বাংলা আকাদেমি, অঙ্কুর, অন্যপ্রকাশ, অনন্যা, মওলা, কথাপ্রকাশ, আগামী প্রকাশনীর মত বাংলাদেশের সরকারি, বেসরকারি মিলিয়ে ৫১টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। বই দেখা, কেনার পাশাপাশি রোজই থাকছে বাংলাদেশের শিল্পীদের গান, আবৃত্তি, বই নিয়ে আলোচনা। বিভিন্ন দিনে অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিশিষ্টরাও। উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবেশন করেন ফকির আলমগীর।
আজ বৃহস্পতিবার ‘বাংলা কবিতার সমকাল’ শীর্ষক আলোচনা। প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম কবি কামাল চৌধুরী। সভাপতিত্ব করবেন কবি জয় গোস্বামী। এদিকে, এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী নির্বাচনে অংশ না নিলে খালেদা জিয়ার বিএনপি হারিয়ে যাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























