অাকাশ জাতীয় ডেস্ক:
২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সোয়া ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
জামায়াতে ইসলামীসহ ১৭ দলের শীর্ষ নেতারা এ বৈঠকে অংশগ্রহণ করলেও অভ্যন্তরীণ কোন্দলে বিভক্তির কারণে জোটের শরিক লেবার পার্টির কোন অংশকেই আমন্ত্রণ জানান হয়নি।এ ছাড়া কল্যাণ পার্টি ও পিপলস লীগের নেতারা বৈঠকে অনুপস্থিত রয়েছেন।
বৈঠকে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, বিজেপি, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এনডিপি, ইসলামী পার্টি, সাম্যবাদী দল, জমিয়তে উলামায়ে ইসলাম, ডেমোক্রেটিক লীগ, ন্যাপ-ভাষানী, বাংলাদেশ ন্যাপ, জাতীয় পার্টি ও লিবারেল ডেমোক্রিটিক পার্টি বৈঠকে অংশ নেয়।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক পরিস্থিতির পর্যালোচনা হবে।
আকাশ নিউজ ডেস্ক 




















