আকাশ স্পোর্টস ডেস্ক:
বিপিএলে খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
খেলাটি বেলা একটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস হয়নি।
৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে সিলেট। ৪ পয়েন্ট খুলনা আছে চতুর্থ স্থানে। এর আগে সিলেটের মুখোমুখি হয়ে ৬ উইকেটে জিতেছিল খুলনা।
আজ সন্ধ্যায় ৬টায় চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। এর আগে, মঙ্গলবার দিনের প্রথম খেলায় কাইরন পোলার্ড ঝড়ে খুলনাকে ৪ উইকেটে হারায় ঢাকা ডায়নামাইটস। অপর ম্যাচে ইমরুল কায়েস ও জস বাটলারের ব্যাটে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
আকাশ নিউজ ডেস্ক 

























