অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৪০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মালয়েশিয়ার বিনতাং জালান আলো এলাকায় চালানো কয়েকটি অভিযানে এই ধরপাকড় চালানো হয়।
মালয়েশিয়ার জাতীয় নিবন্ধন বিভাগ ডিবিকেএল জানায়, জেনারেল অপারেশন সোর্স ও মালয়েশিয়ার কোম্পানি কমিশনের সমন্বয়ে বিভিন্ন সংস্থার মোট ২৬৭ কর্মকর্তার অংশগ্রহণে এ অভিযান চলে।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফা আলী জানান, ৯১৫ জন অভিবাসীকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।
মোস্তফা আরো বলেন, যৌথ এ অভিযানে ৪৪০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৮৯ পুরুষ, ৪৭ নারী ও চার শিশু রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























