অাকাশ নিউজ ডেস্ক:
ফটিকছড়িতে প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল (দুপুরের খাবার) চালু। গত ১৮’জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলা সদরের ফটিকছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ওই বিদ্যলয়ের ৪ শত ৩২ শিক্ষার্থীদের মাঝে টিপিন বক্স বিতরণ ও ওইদিনের মিড ডে মিল বিতরণ করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়’র সভাপতিত্বে ও শিক্ষক নেতা নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম.তৌহিদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহর মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন। ফটিকছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম গোলাম কিবরিয়ার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান ।
এতে প্রধান অতিথির বক্তব্যে মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘শিশুদের শারীরিকভাবে সবল রাখতে মিড-ডে মিল কার্যক্রম একটি যুগান্তকারী প্রদক্ষেপ। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করার আহবান জানান।
মনজুর আহমেদ,ফটিকছড়ি(চট্টগ্রাম)
আকাশ নিউজ ডেস্ক 
























