অাকাশ নিউজ ডেস্ক:
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি দুই যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকালে এ ঘটনা ঘটে। আটক যুবকরা হলেন-একই এলাকার শফিকুলের ছেলে মাহবুবুর আলম ও মৃত জিল্লুর রহমানের ছেলে মোজাম্মেল।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সকালে মাহবুবুর রহমান ও মোজাম্মেল হোসেনসহ ২০ বাংলাদেশি ওই সীমান্তে গরু আনতে যান। তারা ২৪০ নম্বর পিলারের কাছে গেলে বিএসএফ ধাওয়া করে ওই দু’জনকে ধরে নিয়ে যায়। এরই মধ্যে আটক দু’জনকে ফেরত আনতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
আকাশ নিউজ ডেস্ক 
























