অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সব পক্ষের স্বার্থ রক্ষা করছে। কাজেই এই সমঝোতা সব দেশ মেনে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সালেহি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরমাণু সমঝোতা লঙ্ঘিত হলে ইরানের প্রতিক্রিয়ায় এই সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষগুলোকে হতভম্ব হবে। রাজধানী তেহরানে গবেষণামূলক পরমাণু রিঅ্যাক্টর স্থাপনের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় সালেহি এসব কথা বলেন।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান শুরু থেকেই ধরে নিয়েছিল পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী প্রতিপক্ষগুলো নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করতে পারে। তাই সমঝোতা অনুযায়ী ইরান নিজের পরমাণু তৎপরতা কমিয়ে দিলেও প্রয়োজনে যাতে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যায় সে ব্যবস্থাও রেখে দিয়েছে।
ইরান দুঃখজনকভাবে প্রতিপক্ষকে বিশ্বাস করতে পারেনি এবং তেহরানের সে ধারণা সঠিক প্রমাণিত হয়েছে বলে সালেহি উল্লেখ করেন।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি, শিল্প ও চিকিৎসাসহ এ ধরনের অন্যান্য শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায় তার দেশ। তিনি জানান, অস্ট্রিয়ার সহযোগিতায় শিগগিরই ইরানে পরমাণু শক্তিচালিত একটি হাসপাতাল স্থাপন করা হবে।
এ ছাড়া, ইরানে এক হাজার কোটি ডলার ব্যয়ে নতুন দু’টি পরমাণু কেন্দ্র স্থাপিত হবে বলেও সালেহি জানান। পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়। কিন্তু এই সমঝোতায় স্বাক্ষরকারী অন্যতম দেশ আমেরিকা এটি বাস্তবায়নে গড়িমসি করছে।
আকাশ নিউজ ডেস্ক 























