অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুরে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা অশনি সংকেত বলে মন্তব্য করেছে বিএনপি। শনিবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। মহাসচিব বলেন, এ ঘটনা কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে কিনা- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা এক অশনি সংকেত।
শুক্রবার রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশা এলাকায় হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও সেটি নিয়ে সহিংসতা সৃষ্টি হয়। দুষ্কৃতকারীরা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও ধিক্কার জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও এই সরকারের আমলেই সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেনি এবং তাদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ঐক্যবদ্ধ জনগণের প্রবল সাহসের কাছে কখনও কোনো অশুভ শক্তির উত্থান সম্ভব নয়। অবিলম্বে মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে কটূক্তিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগকারী দুষ্কৃতকারীদেরও গ্রেফতার এবং শাস্তি দাবি করছি।
আকাশ নিউজ ডেস্ক 




















