অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুরের পাগলাপীর ও গঙ্গাচড়া ইউনিয়নে কথিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত এবং উষ্কানি দেয়ার প্রধান নায়ক শলেয়া শাহ জামে মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা মো. সিরাজুল ইসলামকে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
এ ছাড়া পীরগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামের আমির গোলাম মোস্তফা, সেক্রেটারি খায়রুল আলম বিএসসি, সাবেক সেক্রেটারি মোকছেদ আলী ও জামায়াত নেতা নুরুল ইসলামসহ আরো ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রংপুর কোতোয়ালি ও গঙ্গাচড়া থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ হাজার জনের নামে দুটি মামলা হয়েছে।
অপরদিকে, সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি জানান। এ ছাড়া দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সেখানে নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান। প্রত্যেকটি পরিবারকে আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এ উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল।
রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন, নিরাপত্তা প্রদান ও খাদ্য সরবরাহসহ সার্বিক সহযোগিতার নির্দেশনা দেয়া হয়েছে।
রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ জানান, জামায়াত নেতা সিরাজুল ইসলাম সহিংস ঘটনার মূল নেতৃত্ব দিয়েছেন। তাকে ভোর ৪টার দিকে গ্রেফতার করা হয়। এ ঘটনার অপর নায়ক সিরাজুল ইসলামের পুত্র শিবির ক্যাডার আব্দুল্লা তারিক ও মসজিদের সাধারণ সম্পাদক জামায়াত ক্যাডার কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জামায়াত ক্যাডারসহ অন্যদের ধরতে পুলিশেল একাধিক টিম মাঠে কাজ করছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য ও উপাত্তের ভিত্তিতে যে সকল জামায়াত-শিবিরের ক্যাডার ঘটনার সঙ্গে জড়িত, শুধুমাত্র তাদেরকেই গ্রেফতার করা হবে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না।
ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে শটগানের গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামের একজন নিহত হন।
আকাশ নিউজ ডেস্ক 
























