আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেটে পর্বে জয়হীন থাকা রাজশাহী কিংস ঢাকায় ফিরেই জয়ের দেখা পেয়েছে। ঢাকা পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।
শনিবার দুপুর ১টায় মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। ড্যারেন স্যামির অনুপস্থিতিতে রাজশাহীকে নেতৃত্ব দেন আইকন মুশফিকুর রহিম। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৩৪ রান। জবাবে, ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী কিংস।
আকাশ নিউজ ডেস্ক 

























