আকাশ স্পোর্টস ডেস্ক:
বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ১৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে।
টস জিতে ব্যাট করতে নামা রংপুর শিবিরে প্রথম ওভারেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ওভারের তৃতীয় বলে ৩ বলে ২ রান করা জনসন চার্লসকে সাজঘরে ফেরান মিরাজ। আরেক ওপেনার অ্যাডাম লিথও ফিরে যান দ্রুত। ৫ বলে ৪ রান করে ফরহাদ রেজা শিকারে পরিণত হন লিথ।
এরপর কচ্ছপগতিতে রান তুলতে থাকে রংপুর। রাজশাহীর বোলারদের সামনে একমাত্র রবি বোপারা ছাড়া আর কেউ সাবলীল হতে পারে নি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় রংপুর। সর্বোচ্চ ৫৪ রান আসে রবি বোপারার ব্যাট থেকে। তার ৫১ বলের ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ২টি ছয়ের মারে। এছাড়া শাহরিয়ার নাফিস ৩১ বলে ২৩ ও মোহাম্মদ মিথুন করেন ১৮ রান।
রাজশাহীর সফলতম বোলার ফরহাদ রেজা ২৮ রান খরচায় নেন দুই উইকেট। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে জয়ের দেখা না পাওয়া রাজশাহী কিংসের লক্ষ্য ১৩৫।
৪ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। ২ পয়েন্ট নিয়ে রংপুরের অবস্থান ৪-এ। আর ০ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে রাজশাহী কিংস।
আকাশ নিউজ ডেস্ক 

























