আকাশ বিনোদন ডেস্ক:
দেশ-বিদেশের বাদ্যযন্ত্রের সুর আর শিল্পীদের জাদুকরী কণ্ঠে জমে উঠেছে এবারের ফোক ফেস্ট। গত দুই দিন দর্শক-শ্রোতায় পরিপূর্ণ ছিল আর্মি স্টেডিয়াম।
দূর-দূরান্ত থেকে আগত শ্রোতারা নিজেদেরও যুক্ত করে নিয়েছেন এই উৎসবে।
লোকসংগীত উৎসবের দ্বিতীয় দিনে বাউল শিল্পীদের সুরের জাদুতে দর্শক-শ্রোতারা হয় মাতোয়ারা। গান পরিবেশন করতে মঞ্চে আসে নেপালের গানের দল কুটুম্বা। তাদের পরিবেশনার পর সুফি রক নিয়ে মঞ্চে আসে মিকাল হাসান ব্যান্ড।
এরপর একে একে মঞ্চে আসেন শাজাহান মুন্সী এবং শিল্পী আরিফ দেওয়ান। শেষ রাতের চমক হিসেবে দেখা মেলে সুফি সংগীতের অনবদ্য দুই সহোদর ভারতের নুরান সিস্টার্সকে। দর্শকদের জন্য প্রধান আকর্ষণ ছিলেন জ্যোতি নুরান ও সুলতানা নুরান। গতবারের আসরে মতো এবারো ঢাকার দর্শকদের মাত করেছেন তারা।
নুরান সির্স্টাসের মনোমুগ্ধকর গায়কী ও স্টেজ পারফরমেন্স দিয়ে শেষ হয় উৎসবের দ্বিতীয় দিনের পর্দা নামে।
আজ উৎসবের সমাপনী দিনে মঞ্চ মাতাবেন একাধিক গুণী সংগীতশিল্পী।
আকাশ নিউজ ডেস্ক 

























