আকাশ বিনোদন ডেস্ক:
কপিল শর্মার দিকে অভিযোগের আঙুল তুলে ‘দ্য কপিল শর্মা শো’ থেকে বিদায় নিয়েছিলেন সুনীল গ্রোভার। কপিল ক্ষমা চাওয়ার পরেও সুনীল ফেরেননি শোতে।
কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে দু’জনের মনোমালিন্য কেটে গেছে। শুধু তাই নয়, ফের তাদের দেখা যেতে পারে একসঙ্গে টেলিভিশনের পর্দায়।
কপিল সম্প্রতি মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, নতুন শোয়ের পরিকল্পনা করছেন তিনি। সুনীল এই মুহূর্তে রয়েছেন কানাডাতে। সুনীল ফিরলেই তিনি এই নিয়ে আলোচনায় বসবেন। শুধু সুনীল নন, পুরনো শোয়ের অন্যান্য সদস্যরাও নাকি কপিলের নতুন শোতে আগ্রহী, এমনটাই দাবি কপিলের।
সত্যিই যদি পুনর্মিলন ঘটে, তবে অভিনেতারা তো বটেই, অত্যন্ত খুশি হবেন টেলিভিশনের দর্শকরাও। তবে পুরনো সহ-অভিনেতাদের মধ্যে ঠিক কার কার সঙ্গে নতুন শোয়ের বিষয়ে কথা হয়েছে, সেটা ভেঙে বলেননি কপিল।
আকাশ নিউজ ডেস্ক 






















