অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেনের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল মোনাফ সওদাগরের বাড়িতে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলী (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মো. আলী একই এলাকার আবদুছ ছালামের ছেলে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তরুণ গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















