আকাশ স্পোর্টস ডেস্ক:
চণ্ডিকা হাথুরুসিংহেকে আর দেখা যাবে না বাংলাদেশ ক্রিকেটে! অন্তত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর দাবি এমনটাই। বাংলাদেশের বর্তমান কোচ নাকি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্রিকেট বোর্ডের কাছে!
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাথুরুকে কোচ হিসেবে পেতে চায়। দুপক্ষ ইতিমধ্যে সমঝোতায় এসেছে। তাই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করতে চায় চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে গত বছর অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই কোচ।
বিসিবি এই পদত্যাগপত্র গ্রহণ করবে কী না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। যদিও বিসিবির একাধিক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।
হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। শ্রীলঙ্কান এই কোচের অধীনেই দুর্দান্ত সময় পার করেছে টাইগাররা। তার অধীনেই বাংলাদেশ ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফিরা।
আকাশ নিউজ ডেস্ক 

























