আকাশ স্পোর্টস ডেস্ক:
শৈশব থেকে খেলছেন বার্সেলোনায়। স্পেনের খেলোয়াড়দের সম্পর্কে তাই তার জানাশোনা অনেক। তাই রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হতে চান না লিওনেল মেসি।
গোটা বাছাই পর্বে কঠিন পরীক্ষা দিলেও মূল পর্বের টিকিট পাওয়া আলবিসেলেস্তেরা ড্রয়ে আছে প্লট-১-এ। র্যাংকিংয়ের উপরের দিকে থাকাতেই মেসিরা পেয়েছে সুবিধা। নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে বিশ্বকাপে গেলেও র্যাংকিংয়ে নিচের দিকে থাকায় স্পেন আছে প্লট-২-এ। তাই ড্র ভাগ্য আর্জেন্টিনা ও স্পেনকে ফেলে দিতে পারে একই গ্রুপে।
পরিস্থিতির সামনে পড়তে চাইছেন না মেসি। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘লা রোজাদের’এড়িয়ে যাওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন বার্সেলোনা তারকা মেসি।
আকাশ নিউজ ডেস্ক 

























