আকাশ স্পোর্টস ডেস্ক:
প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে রাজশাহী কিংস। কিন্তু টানা জয়ে উড়তে থাকা নাসিরের সিলেট সিক্সার্সের দুই ওপেনারের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে রাজশাহীর বোলাররা।
টস হেরে সিলেটের হয়ে ওপেন করতে আসেন উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। দু’জনে মিলে ৯ ওভার শেষে ৯৩ রানের জুটি গড়েছেন। থারাঙ্গা ২৮ বলে ৪৪ আর ফ্লেচার ২৬ বলে ৪৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৯ ওভারে বিনা উইকেটে ৯৩ রান। রাজশাহীর বোলাররা বেশ কয়েকবার আউটের সুযোগ তৈরি করলেও কোন সফলতা দেখাতে পারেননি।
টানা দুই ম্যাচ জিতে নাসিরের সিলেট বেশ খোশ মেজাজে রয়েছে। আর আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানকে আরও পাকাপোক্ত করাই সিলেটের মূল লক্ষ্য। সিলেট দলে রয়েছে আজ দুটি পরিবর্তন। দলে ফিরেছেন কামরুল ইসলাম রাব্বি ও দানুষ্কা গুনাথিলাকা। বাদ পড়েছেন শুভাগত হোম ও প্লাঙ্কেট।
অপর দিকে প্রথম ম্যাচ রংপুরের কাছে হেরে ব্যাকফুটে রাজশাহী, এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না তারা। রাজশাহী দলে রয়েছে একটি মাত্র পরিবর্তন। নিহাদুজ্জামানের পরিবর্তে দলে ফিরেছেন হোসেন আলি।
আকাশ নিউজ ডেস্ক 

























