আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে চিটাগংভাইকিংস। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে চিটাগং। জবাবে মারলন স্যামুয়েলসের ১৮ বলে খেলা ৩৫ রানের ক্যামিওতে ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা চিটাগং উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও লুক রনকি। ওপেনিং জুটিতে ৫.৫ ওভারে ৬৩ রান তুলে নেন তারা। যেটি এবারের বিপিএলের ব্যাটিং পাওয়ারপ্লেতে সর্বোচ্চ সংগ্রহ। ২১ বলে ৪০ রান করে মোহাম্মদ নবীর বলে অলোক কাপালির হাতে ধরা পড়েন রনকি।
এরপর চিটাগংয়ের ইনিংস ভালই এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার ও মুনাবীরা। দলীয় ১০১ রানে মুনাবীরার বিদায়ের পর চিটাগংয়ের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন তরুণ পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ১৪তম ওভারে সৌম্য সরকার ও আনামুল হককে সাজঘরে পাঠিয়ে কুমিল্লাকে ম্যাচের নিয়ন্ত্রণে বসান তিনি।
দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৩ রানের বেশি তুলতে পারে নি আসরে প্রথম ম্যাচ খেলতে নামা চিটাগং। শেষের দিকে ১৩ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন সিকান্দার রাজা।
৪ ওভারে ২৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে কুমিল্লার সফলতম বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। ২৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ডোয়াইন ব্র্যাভো।
আকাশ নিউজ ডেস্ক 

























