আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিক্সার্স। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে তাই শুরুতে ব্যাট করতে হচ্ছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে ম্যাচটি। সন্ধ্যা ৭টায় দিনের অপর ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
ঢাকা ডায়নামাইটস একাদশ : মেহেদি মারুফ, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ সাদ্দাম, মোসাদ্দেক হোসেন, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সাদমান ইসলাম, সাকিব আল হাসান (অধিনায়ক), খালেদ আহমেদ ও জহুরুল ইসলাম।
সিলেট সিক্সার্স একাদশ : আবুল হাসান, ইমতিয়াজ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, নাসির হোসেন, নাজমুল হাসান, সাব্বির রহমান, শরীফুল্লাহ, শুভাগত হোম, ও তাইজুল ইসলাম।
আকাশ নিউজ ডেস্ক 
























