অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর কাকরাইলের নিজ ফ্ল্যাটে মা ও তাঁর ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রমনা থানাধীন কাকরাইলের ৭৯/১ বাসভবনের পাঁচতলায় পরিবার নিয়ে থাকেন আবদুল করিম। আজ তাঁর স্ত্রী ও ছোট ছেলের গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে তারা।
রমনা থানার দায়িত্বরত অপারেটর মো. সুজন জানান, কাকরাইলের একটি ফ্ল্যাটে দুজন খুন হওয়ার কথা তিনি শুনেছেন। রমনা থানা থেকে তাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। টিমের কাছ থেকে তথ্য পাওয়ার পর বিস্তারিত জানাতে পারবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























