অাকাশ জাতীয় ডেস্ক:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মেঘনার মীর্জকালু পয়েন্ট থেকে ডাকাতির প্রস্তুতির সময় জেলেদের সহায়তায় তাদের আটক করা হয়। আটকরা হলো, আব্বাস (৩০), আলমগীর (৩০), মইনুদ্দিন (২৬), রুবেল (২২), সামসুদ্দিন (২০), চানমিয়া (২৯) ও নুরন্নবী (২৮)। তবে এসময় ডাকাতরা তাদের অস্ত্র নদীতে ফেলে দেয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রাতে মেঘনায় ডাকাতরা জেলেদের ঘিরে ফেল্লে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলেদের সহায়তার ৭ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে ডাকাত আব্বাসের বিরুদ্ধে তজুমুদ্দিন থানায় ডাকাতির মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























