অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পাশের রাস্তায় চট্টগ্রামগামী দুটি ‘দাঁড়ানো’ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে ফেনীর মহিপালে এই ঘটনা ঘটে। তবে খালেদা জিয়ার গাড়িবহরের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সাধারণ মানুষ বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর সুশৃঙ্খলাভাবে পার করিয়ে দেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর প্রবেশমুখে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনের দিকে থাকা গণমাধ্যমকর্মীদের গাড়িতে হামলা হয়।
আকাশ নিউজ ডেস্ক 




















