অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে রাজধানীতে দলটি ও এর সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ওই তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত তিনজন হলেন- যুবদল নেতা আলতাফ, সেন্টু ও শাহীন।
বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতার তিনজনের মুক্তি দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসচিব বলেন, ‘অসহায় রোহিঙ্গাদেরকে ত্রাণ ও সাহায্য বিতরণের জন্য খালেদা জিয়া দলের নেতাদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওয়া হয়েছিলেন। এ সময় পথে পথে তাঁর গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক হামলা, ভাংচুর ও বিএনপি নেতাকর্মীসহ সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে যে পৈশাচিক ও নিষ্ঠুর হামলা চালিয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। বিএনপি নেতাকর্মীদের ব্যাপক মারপিট করে আহত করা হয়েছে। সাংবাদিকদের গাড়িতে ব্যাপক হামলা চালিয়ে গাড়ি ও ক্যামেরা ভাংচুর করা হয়েছে। এ ধরনের ঘটনা পৃথিবীতে বিরল। আমি অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলা সংঘটনকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে সন্ধ্যায় নয়াপল্টন থেকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
আকাশ নিউজ ডেস্ক 





















