অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা সব নারী মিথ্যা বলছেন। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হুকাবী সান্ডার্স একথা জানিয়েছেন। হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে হোয়াইট হাউজের অবস্থানের ব্যাপারে প্রশ্ন করা হলে সান্ডার্স একথা বলেন।
ব্রিফিংয়ে সিবিএস নিউজের জ্যাকুয়েলিন আলেমানি বলেন, ‘অবশ্যই, বিভিন্ন সংবাদমাধ্যমে ট্রাম্পের যৌন হয়রানি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। কমপক্ষে ১৬ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে।
গত সপ্তাহে রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, এসব অভিযোগের খবর মিথ্যা। এ ব্যাপারে সিবিএসের এ প্রতিবেদক হোয়াইট হাউসের অবস্থান বিষয়ে স্যান্ডার্সকে প্রশ্ন করলে তিনি বলেন, তারা সবাই মিথ্যা বলছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























