ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

সরকার চায় জ্ঞাননির্ভর জাতি গড়ে তুলতে: গণশিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি জ্ঞাননির্ভর জাতি গঠন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অ্যাড. মোস্তাফিজুর রহমান শুক্রবার সকালে নওগাঁ জেলা স্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট অ্যাসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে আয়োজিত ২০১৬ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রয়োজনীয় সিলেবাস প্রণয়নসহ এ স্তরের শিক্ষাক্ষেত্রে সকল সমস্যা নিরসন করে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও মান উন্নয়নে সচেষ্ট রয়েছে।

মন্ত্রী আরো বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে দেশের ব্যবহারের অনুপযোগী সকল ক্লাশরুম সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

সংগঠনের মহাসচিব মঞ্জুর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, মো. ইসরাফিল আলম এমপি, নাজমুল হক প্রধান এমপি ও নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এ কে এম ফজলে রাব্বী।

মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের ১৭ কোটি মানুষকে মানবসম্পদে পরিণত করতে চায়। শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জ্ঞানী মানুষ তৈরি করতে হবে এবং সেই জ্ঞানী মানুষদের সম্পদ হিসেবে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে।

এ সরকারের প্রভুত উন্নয়ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে আমরা এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছি। এখন লক্ষ এসডিজি অর্জন। সেই লক্ষ্যেই প্রয়োজন টেকসই উন্নয়ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চায় জ্ঞাননির্ভর জাতি গড়ে তুলতে: গণশিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি জ্ঞাননির্ভর জাতি গঠন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অ্যাড. মোস্তাফিজুর রহমান শুক্রবার সকালে নওগাঁ জেলা স্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট অ্যাসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে আয়োজিত ২০১৬ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রয়োজনীয় সিলেবাস প্রণয়নসহ এ স্তরের শিক্ষাক্ষেত্রে সকল সমস্যা নিরসন করে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও মান উন্নয়নে সচেষ্ট রয়েছে।

মন্ত্রী আরো বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে দেশের ব্যবহারের অনুপযোগী সকল ক্লাশরুম সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

সংগঠনের মহাসচিব মঞ্জুর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, মো. ইসরাফিল আলম এমপি, নাজমুল হক প্রধান এমপি ও নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এ কে এম ফজলে রাব্বী।

মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের ১৭ কোটি মানুষকে মানবসম্পদে পরিণত করতে চায়। শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জ্ঞানী মানুষ তৈরি করতে হবে এবং সেই জ্ঞানী মানুষদের সম্পদ হিসেবে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে।

এ সরকারের প্রভুত উন্নয়ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে আমরা এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছি। এখন লক্ষ এসডিজি অর্জন। সেই লক্ষ্যেই প্রয়োজন টেকসই উন্নয়ন।