অাকাশ জাতীয় ডেস্ক:
দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার (২৭ অক্টোবর) সিলেটের তামাবিল স্থলবন্দরের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘একমাত্র শেখ হাসিনার সরকারই পারে নানা পরিস্থিতি মোকাবিলা করে দেশের জন্য সবকিছু করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে হত ৯ বছরে ১১টা স্থলবন্দর চালু করেছেন। এছাড়াও আরও দু’টি বন্দর চালু করা হবে।’
তিনি আরও বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরে আমাদের আয় হয়েছে ১৪৭ কোটি ৯৭ লাখ টাকা। সিলেটের তামাবিল স্থলবন্দর স্থাপিত হওয়ার মধ্য দিয়ে এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
প্রায় ২৩.৭২ একর ভূমির এই স্থলবন্দরটি চালু হওয়ার মধ্যে দিয়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভূটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। পাশাপাশি প্রতি বছর শত কোটি টাকার রাজস্ব আয় হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
আকাশ নিউজ ডেস্ক 

























