অাকাশ নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুন্ডে মাইক্রোবাস থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ জুলাই) সকাল ৮টার বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ উপজেলার দক্ষিণ ঘোড়ামারা এলাকায় এ অভিযান চালায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা বলে পুলিশ জানায়।
আটক কৃতরা হলো- মাইক্রোচালক মো. রফিক (৩০), আরোহী আব্দুস ছালাম (২৮) ও বাচ্চু (২৭)। বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. কায়ুম আলী সরদার এ খবর নিশ্চিত করে বলেন, সকালে গোপন সংবাদের সূত্রে ঘোড়ামরাস্থ মুন্সী সোনা মিয়া ড্রাইভারের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনে একটি নোহা মাইক্রোবাস যাহার (ঢাকা মেট্টো চ-৫৩-০৫০৯) থামিয়ে তল্লাশী করে উল্লেখিত ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করি।
তাদেরকে জ্ঞিাসাবাদ শেষে সীতাকুন্ড থানায় সোপর্দ করা হয়েছে।