অাকাশ জাতীয় ডেস্ক:
ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোনিয়া আকতার (১৮) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নগর পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়ার কলিম উল্লাহর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সোনিয়া আকতার ভোলা জেলার দৌলতখাঁর চরখলিফা এলাকার মোহাম্মদ আলমগীরের মেয়ে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে এক তরুণীর আত্মত্যার খবর পেয়ে পুলিশ কুঞ্জছায়ায় গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে আসে। এখন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে ওই তরুণী আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 






















