অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
স্পেনের প্র্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের নেওয়া পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানালেন কাতালোনিয়ার নেতা কার্লোস পুইজেমন্ত। রাজয়ের দেওয়া প্রস্তাবকে তিনি জেনারেল ফ্রাঙ্কোর স্বৈরশাসনের পর কাতালোনিয়া স্বাধীনতায় সবচেয়ে বড় আঘাত বলে মন্তব্য করেছেন।শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কাতালোনিয়ার নেতাদের সরিয়ে দিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী রাজয়। একই সঙ্গে কাতালোনিয়ায় নতুন নির্বাচন আয়োজন করা হবে। তবে পুইজেমন্ত জানিয়েছেন, স্পেনের এই সরাসরি নিয়ন্ত্রণ তারা মেনে নেবেন না।
তিনি বলেন, স্পেনের সরকার কাতালোনিয়ানদের সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখান করে তাদের গণতান্ত্রিক আচরণ বহির্ভূত কাজ করছে।
স্পেন সরকার কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুইজমেন্টকে স্বাধীনতার দাবি প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। পুইজমেন্ট সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন। এরপর শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কাতালোনিয়ার নেতাদের সরিয়ে দিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেবে সরকার। একই সঙ্গে কাতালোনিয়ায় নতুন নির্বাচন আয়োজন করা হবে। তবে রাজয় কাতালোনিয়ার সংসদ ভেঙে দেননি।
এর জবাবে পুইজেমন্ত বলেছেন, ১৯৩০-১৯৭৫ সাল পর্যন্ত জেনারেল ফ্রাঙ্কো স্বৈরশাসনের পর কাতালোনিয়ার স্বাধীনতায় সবচেয়ে বড় আঘাত বলে মন্তব্য করেছেন। সেসময় প্রাদেশিক স্বায়ত্বশাসন বিলুপ্ত করা হয়েছিলো।
তিনি বলেন, কাতালান পার্লামেন্টে তিনি রাজয়ের পরিকল্পনা নিয়ে কথা বলবেন। তার দাবি, ইউরোপীয় ইউনিয়নের মূল আদর্শ কাতালোনিয়ায় ‘ঝুকিপূর্ণ’।
এর আগে স্পেনের প্রধানমন্ত্রী জানান, কাতালোনিয়াকে সরাসরি শাসন করা ছাড়া তাদের সামনে আর কোনও পথ খোলা নেই। তিনি দাবি করেন, কাতালোনিয়া সরকারের পদক্ষেপ ছিল আইনের সঙ্গে সাংঘর্ষিক ও বিরোধিতা পূর্ণ। রাজয় জানান, স্পেনের সংবিধানের ১৫৫ ধারা অনুসারে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধারা অনুসারে, সংকটপূর্ণ মুহূর্তে কাতালোনিয়ার সায়ত্বশাসন বাতিল করে সরাসরি শাসন করতে পারে স্পেন।
আকাশ নিউজ ডেস্ক 
























