অাকাশ নিউজ ডেস্ক:
বিশ্বের সবচেয়ে পাতলা নিরোধ তৈরি করে শিরোনামে একটি চিনা সংস্থা। সংস্থার দাবি, তাদের উৎপাদিত নিরোধ মোটে ০.০৩৬ মিলিমিটার পুরু। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এই কন্ডোম।
‘গুয়াংঝু ড্যামিং ইউনাইটেড রবার প্রডাক্টস’ নামের এক চিনা সংস্থা এই পণ্য উৎপাদন করেছে। কন্ডোমটির নাম দেওয়া হয়েছে ‘এওএনআই’। এতদিন সবচেয়ে পাতলা নিরোধ তৈরির রেকর্ড ছিল জাপানের ওকামোটো কোম্পানির। তাদের তৈরি কন্ডোমের পুরুত্ব ছিল ০.০৩৮ মিলিমিটার।
গিনেস বুক-এর চিন শাখার তরফে জানানো হয়েছে, কন্ডোম তৈরির ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। যার মালিক এখন একটি চিনা সংস্থা। গুয়াংঝু সংস্থার জেনারেল ম্যানেজার ভিক্টর চান জানিয়েছেন, প্রতিবছর তারা ২০০ কোটি কন্ডোম উৎপাদন করেন, যা দেশীয় বাজারেই বেশি বিক্রি হয়। তা ছাড়া বিদেশেও তাদের এই পণ্য রপ্তানি হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























