অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের নামে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও জোর করে রোহিঙ্গা মুসলিমদের বিতাড়নের বিস্তারিত তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু ব্যাপকভিত্তিক ও সিস্টেমেটিক হামলার শিকার হয়েছে এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছে। আরো বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড ন্যক্কারজনক মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।
অ্যামনেস্টি জানিয়েছে, মিয়ানমার সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে দেশটির কর্মকর্তারা সিস্টেমেটিক নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের মতে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।
অ্যামনেস্টির মিয়ানমারবিষয়ক গবেষক লরা হাইগ বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের যেসব তথ্য-প্রমাণ তারা নথিভুক্ত করেছেন, তা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে করা দেশটির সেনবাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনীয়। কাচিন, শান ও পালংসহ অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধেও তারা একই ধরনের অপরাধ করেছে।
অ্যামনেস্টির হিসাবমতে, সাম্প্রতিক সহিংসতায় জীবন বাঁচাতে মিয়ানমার ছেড়ে পালিয়েছে প্রায় ৫ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ জানায়, এখনো হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসার জন্য সীমান্তের অভিমুখে ছুটছে। শীর্ষক প্রতিবেদনে পাতার পর পাতা বর্ণনায় গণহত্যা, ধর্ষণ, খুন, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরেছে অ্যামনেস্টি।
আকাশ নিউজ ডেস্ক 



















